অগ্নিপক্ষ: যে অমৃতসুধা বইটিতে

অগ্নিপক্ষ: যে অমৃতসুধা বইটিতে

অগ্নিপক্ষ’ বইটি এমন একজন মানুষকে নিয়ে লেখা, যাঁকে ঈশ্বরের প্রেরিত পুরুষ বলে মনে করেন পাঠকরা। কেউ বলেন আসমুদ্র হিমাচল। তিনি হচ্ছেন মহামানব এপিজে আব্দুল কালাম। পুরো নাম আবুল পাকির জইনুল আবেদীন।  ভারতের সাবেক রাষ্ট্রপতি।

তাঁর জীবনের প্রতিটি মুহূর্ত একটি তীর্থযাত্রার মতো। মহাভক্তি ভরে এই বইয়ের অমৃতসুধা পাঠ করলে মহাজীবনের রস আস্বাদন করা যায়। জানা যাবে একজন সাধারণ মানুষ ও মহামানবের চিন্তার পার্থক্য কতখানি।  বইটির সহ-লেখক অরুণ তিওয়ারি এক সময় আব্দুল কালামের অধীনে কাজ করেছেন।  তাই গভীর ভাবে এপিজে আব্দুল কালামের চিন্তা-মননের সঙ্গে যুক্ত হয়ে বইয়ে সবকিছু আলোকপাত করেছেন তিনি।

বইটি রকমারি ডটকমের এই লিংক থেকে সংগ্রহ করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top