মনে থাকবে?-আরণ্যক বসু

প্রকৃতিতে যখন বসন্ত নেমে আসে, তখন সব মানুষের মধ্যেই সৃষ্টি হয় প্রেমের উন্মাদনা। আগে যদিও সেই বকুলতলা কিংবা ছায়াঘেরা কোনো জায়গায় বসন্ত উৎসব হতো। এখন তেমনটা না হলেও প্রকৃতিপ্রেমী মানুষের মধ্যে বসন্তের আকুলতা মোটেও কমেনি। এ যে হৃদয়ের সঙ্গে হৃদয়ের গভীর প্রেম। গভীর অনুরণন। এই বসন্তেই গাঁথা হয় নর-নারীর প্রেমের মালা। এ দিনে তরুণীরা নানা রঙের শাড়ি পরে মাথায় বাঁধে ফুল। ছেলেরা পাঞ্জাবি। এরপর দু’জনে হেঁটে হেঁটে কতশত গল্প বলা। কখনো প্রেমের গল্প। কখনো জীবনের। সেসব ভাবনাই কবিতায় প্রস্ফূটিত করেছেন আরণ্যক বসু। তিনি একাধারে কবি, নাট্যকার ও বাচিকশিল্পী। তাঁর জন্ম ও বাস ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায়।

মনে থাকবে?
____আরণ্যক বসু

পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক
আমরা তখন প্রেমে পড়বো
মনে থাকবে?
বুকের মধ্যে মস্তো বড় ছাদ থাকবে
শীতলপাটি বিছিয়ে দেব;
সন্ধ্যে হলে বসবো দু’জন।
একটা দুটো খসবে তারা
হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে,
কান্ত কবির গান গাইবে
তখন আমি চুপটি ক’রে দুচোখ ভ’রে থাকবো চেয়ে…
মনে থাকবে?
এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব
এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন
এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন
মনে থাকবে?
আমি হবো উড়নচন্ডি
এবং খানিক উস্কোখুস্কো
এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব
তুমি কাঁদলে গভীর সুখে
এক নিমেষে সবটুকু জল শুষে নেব
মনে থাকবে?
পরের জন্মে কবি হবো
তোমায় নিয়ে হাজারখানেক গান বাঁধবো।
তোমার অমন ওষ্ঠ নিয়ে
নাকছাবি আর নূপুর নিয়ে
গান বানিয়ে__
মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো…
মনে থাকবে?
আর যা কিছু হই বা না হই
পরের জন্মে তিতাস হবো
দোল মঞ্চের আবীর হবো
শিউলিতলার দুর্বো হবো
শরৎকালের আকাশ দেখার__
অনন্তনীল সকাল হবো;
এসব কিছু হই বা না হই
তোমার প্রথম পুরুষ হবো
মনে থাকবে?
পরের জন্মে তুমিও হবে
নীল পাহাড়ের পাগলা-ঝোরা
গাঁয়ের পোষাক ছুড়ে ফেলে
তৃপ্ত আমার অবগাহন।
সারা শরীর ভ’রে তোমার হীরকচূর্ণ ভালোবাসা।
তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল।
আমার অনেক কথা ছিল
এ জন্মে তা যায়না বলা
বুকে অনেক শব্দ ছিল__
সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক
কাব্য করে বলা গেল না!
এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে
পরের জন্মে মানুষ হবো
তোমার ভালোবাসা পেলে
মানুষ হবোই__ মিলিয়ে নিও!
পরের জন্মে তোমায় নিয়ে…
বলতে ভীষণ লজ্জা করছে
ভীষণ ভীষণ লজ্জা করছে
পরের জন্মে তোমায় নিয়ে…
মনে থাকবে?

আরণ্যক বসুর নির্বাচিত প্রেমের কবিতা পড়তে এই লিংকে প্রবেশ করে ‘একশোটি নির্বাচিত প্রেমের কবিতা’ বইটি সংগ্রহ করতে পারেন সবচেয়ে কমদামে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top