লাল-নীল-দীপাবলি

 

বাংলা সাহিত্যের গভীরে যে কত বড় রসের সাগর, তা খুব সহজভাবে অধ্যাপক ড. হুমায়ুন আজাদ পাঠকদের কাছে তুলে ধরেছেন ‘লাল-নীল দীপাবলি বা বাঙলা সাহিত্যের জীবনী’ বইয়ে।

বইটিতে তুলে ধরা হয়েছে- হাজার বছর আগে আমাদের প্রথম প্রধান কবি কাহ্ণপাদ কী ভাষায় কীভাবে কবিতা লিখেছিলেন।  তারপর ধীরে ধীরে ঊনিশ শতকে  কীভাবে বাঙলা সাহিত্য সবার কাছে হয়ে ওঠে অপরূপ ও অভিনব।

‘লাল-নীল দীপাবলি বা বাঙলা সাহিত্যের জীবনী’ বইটি শুধু বাঙলা সাহিত্যের ইতিহাস নয় বরং নিজেই এক সাহিত্য সৃষ্টি।  এ বইয়ে হাজার বছরের বাঙলা সাহিত্যকে পাঠকদের সামনে তুলে ধরেছেন কবিতার মতো।  জ্বেলে দিয়েছেন বাঙলা সাহিত্যের নানান রঙের দীপাবলি।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top