স্বশিক্ষিত পণ্ডিত দার্শনিক ছিলেন আরজ আলী মাতুব্বর। তাঁর চিন্তা ও দর্শনে ছিল বিজ্ঞান ও মুক্ত চিন্তার প্রকাশ। কী এবং কেন- এই প্রশ্নের উত্তর জানার জন্য তিনি ছিলেন সব সময় মরিয়া।
ধর্মের নামে অধর্ম, সমাজে মূর্খদের অন্ধকার বিস্তারসহ নানা অসঙ্গতির বিরুদ্ধে আরজ আলী মাতুব্বর ছোটবেলা থেকেই ছিলেন জাগ্রত। তাঁর সেই দর্শন ও চিন্তার প্রকাশ ঘটেছে ‘সত্যের সন্ধানে’ গ্রন্থটিতে। বর্তমান সময়ে বইটিকে বলা হয় লৌকিক দর্শন।
যে বইটি বাংলা ১৩৮০ সালে প্রথম প্রকাশের সময় ধর্মান্ধ একদল গোষ্ঠীর থাবায় বহু বেগ পেতে হয়েছে।
সংখ্যাগরিষ্ঠ একদল মূর্খ লোকের অযৌক্তিক মতবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কারাবরণও করতে হয়েছে আরজ আলী মাতুব্বরকে। এসব কী এবং কেন’র উত্তর মিলবে ‘সত্যের সন্ধানে’ নামক এই অমূল্য গ্রন্থে।