
বাণীবিতান ডেস্ক।।
খুব পছন্দের মানুষদের বেশি কাছাকাছি যেতে নেই। কারণ একসময় তুমি জেনে যাবে, তোমার সিদ্ধান্ত ভুল ছিলো।
যারা তোমাকে হিংসা করে তাদেরকে কাছে ঘেঁষতে দিও না। কাছে আসলেই ওরা জেনে যাবে, তোমাকে আসলে হিংসা করার মতো কিছু নেই।
কাছাকাছি রাখতে হবে শত্রুদের। শত্রুদের কাছে রাখলে তারা তোমার বিরুদ্ধে যেতে কয়েকবার ভাববে।
ফকিরদের ভিক্ষা না দিয়ে বড়লোকদের ভিক্ষা দেয়ার চেষ্টা করবে। বড়লোকরা ভিক্ষা পেলে নানান ধরনের নাটক করে। বাংলা নাটকের চেয়ে বড়লোকের নাটক বেশি কৌতুহলের। কাউকে মনে ধরলে তাকে সব সময় এড়িয়ে চলতে হবে। মনে ধরা মানুষদের মনের কথা বলতে নেই।
সম্পর্কের গন্তব্য হচ্ছে বিচ্ছেদ। বিচ্ছেদ না হলে বুঝবে না ভালবাসা কতটুকু ছিলো। মানুষের গুরুত্ব কাছে পাওয়ায় নয়, হারিয়ে যাওয়ায়।
তুমি কষ্টে আছো এইসব গাঁজাখুরি কথা মানুষকে যত কম বলা যায় ততই ভালো। মানুষের আহ, উহ্ শোনার মধ্যে কোন সফলতা নাই। তাৎক্ষণিক কিছু স্বস্তি থাকতে পারে।
সব কিছুরই বিকল্প থাকে। প্ল্যান “এক্স” এর সাথে থাকে প্ল্যান “ওয়াই”। বুদ্ধিমানরা প্ল্যান “ওয়াই” দিয়েই কাজ সারে।
শেয়ালের কাছ থেকে মুরগী না লুকিয়ে শেয়ালকে মুরগী পাহারার দায়িত্ব দিলে মুরগী বাঁচবে। এ তত্ত্ব অনেক ক্ষেত্রে প্রযোজ্য। তবে সবখানে একই তত্ত্ব প্রয়োগ করা যাবে না। “গোপন কথা” এই শব্দ উল্লেখ করে কাউকে কোনো কথা বলা যাবে না। এসব কথাই সবার আগে ফাঁস হয়ে যায়। তবে যে কথা ফাঁস করা জরুরি, সেসব কথা “গোপন কথা” ফরমুলায় বলাটা বুদ্ধিমানের কাজ হতে পারে।
শুধু চেক ইন দেয়ার জন্য দামি রেস্টুরেন্টে যাওয়ার মানে নেই। মেয়েদের পটানোর জন্য গিটার শেখা শুধুই অপচয়। মেয়েরা গিটার দেখলে পটে না। তোমার গিটার বাজানো দেখে কয়জন তোমাকে ভালবাসছে, সেটা দেখে সে সবার ভালোবাসা ঠেকাতে তোমার প্রেমে পড়ে।
সবাইকে তোমার মাহাত্ম্য দেখিয়ে কাছে টানার প্রয়োজন নেই। যারা তোমার ভালোটা দেখে কাছে আসবে, তারা ক্ষণস্থায়ী পোকা।
তেলবাজদের কাছাকাছি রাখবে যেনো সময় হলে এদেরকে তাড়াতাড়ি দূরে সরানো যায়।
এবং সবার ফেসবুক একাউন্টের সব স্ট্যাটাস বিশ্বাস করতে নেই। ফেসবুকের সঙ্গে জীবন মেলানো আর মিথ্যার সঙ্গে বসবাস প্রায় একই কথা। সুতরাং, প্রতিটি কাজের আগে ভাবতে হবে। অন্যের অমঙ্গল হয়, এই মন নিয়ে পথচলা বাদ দাও। তবে কেউ যদি আঘাত দিতে আসে, সে ক্ষেত্রে যতদ্রুত সম্ভব প্রতিহত করতে হবে।