যে অভিযোগে পরিচালকের পুরস্কার বাতিল

বাণীবিতান ডটকম।।

জাস্টিন বালডোনি। একদিকে আমেরিকান চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা। তিনিও অভিনেত্রী ব্লেক লাইভলিকে যৌন হেনস্তার অভিযোযোগে অভিযুক্ত। তার বিরুদ্ধে নেওয়া হয়েছে আইনি পদক্ষেপ। আর এরপরই বাতিল করা হয়েছে জনপ্রিয় এই অভিনেতার ‘ভয়েস অব সলিডারিটি’ পুরস্কার।
ব্লেক লাইভলির দায়ের করা যৌন হেনস্তার অভিযোগে আইনি পদক্ষেপ গ্রহণের পর এই সিদ্ধান্ত নিয়েছে ভাইটাল ভয়েসেস।

ভাইটাল ভয়েসেস একটি আন্তর্জাতিক এনজিও। যা নারীদের ক্ষমতায়ন নিয়ে কাজ করে। এ সংস্থা থেকে সেইসব পুরুষদের দেওয়া হয়, যারা নারীদের উন্নয়ন ও বিকাশে অবদান রাখেন। কিন্তু লাইভলি তার বিরুদ্ধে যৌন হয়রানি এবং অত্যাচারের অভিযোগ এনে একটি আইনি নথি দাখিল করায় গত ৯ ডিসেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বালডোনিকে দেয়া পুরস্কারটি বাতিল করেছে সংগঠনটি।

জাস্টিন বালডোনির সহ-অভিনেত্রী ব্লেক লাইভলি দাবি করেন, তার খ্যাতি ধ্বংস করার জন্য একটি ক্যাম্পেইন চালাচ্ছেন বালডোনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি লাইভলির ইমেজ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন। তিনি আরও দাবি করেছেন, বালডোনি তাকে নানা শর্তে বাধ্য করার জন্য ভয় দেখিয়েছিলেন।

এই বিষয়গুলো প্রকাশ্যে আসতেই দারুণ সমালোচনার মুখে পড়তে হয় বালডোনিকে। আর এসব ঘটনার কারণে তাদের পুরস্কার প্রত্যাহার করে নিয়েছে ভাইটাল ভয়েসেস। সংস্থাটি বলছে, ‘বালডোনিকে নিয়ে যে অভিযোগ এসেছে, তা আমাদের সংস্থার মূল চিন্তা ও লক্ষ্যের বিরুদ্ধে।

খবরে জানা গেছে, ‘ইট এন্ডস উইথ আস’ ছবিতে কাজ করতে গিয়ে জাস্টিন বালডোনির দ্বারা যৌন হেনস্তার শিকান হন লাইভলি। যে ছবিটির পরিচালক হিসেবে ছিলেন বালডোনি। সেইসেঙ্গ লাইভলির সহ অভিনেতাও তিনি। তার এমন আচরণ হলিউডে বিতর্কের জন্ম দিয়েছে। এই ঘটনার পর পরিচালক পল ফেইগ, অ্যাম্বার হার্ডসহ বেশ কয়েকজন সেলিব্রিটি লাইভলির পক্ষ নিয়েছেন। তারা বলেছেন, হলিউডে কাজের উপযুক্ত পরিবেশ ও পুরুষ সহকর্মীদের কাছে যেন শিষ্টাচার পাওয়া যায়।

সনি পিকচার্সও একটি বিবৃতি দিয়ে লাইভলির প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে। তার সম্মানহানির প্রচেষ্টার নিন্দাও জানানো হয়েছে। ইনস্টাগ্রামে তার সমর্থন প্রকাশ করেছেন লাইভলির সহ-অভিনেতা ব্র্যান্ডন স্কলেনার-ও।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top