মোরগ মোসাল্লাম তৈরি: সিতারা ফিরদৌসের রেসিপি

মোরগ মোসাল্লাম খুব সুস্বাদু খাবার। এর স্বাদ মূলত: রোস্টের মতোই। তাই সবার কাছে এই খাবারটি বেশ জনপ্রিয়।
দেড় কেজি ওজনের ১টি মোরগ মোসাল্লাম ঘরে বানাতে যা লাগে:

মুরগি, টক দই আধা কাপ, তেল আধা কাপ, পেঁয়াজকুচি আধা কাপ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ২ চা-চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, পোস্তদানাবাটা ১ টেবিল চামচ, কিশমিশবাটা ১ টেবিল চামচ, জায়ফলবাটা আধা চা-চামচ, জয়ত্রীবাটা আধা চা-চামচ, পেস্তাবাদামবাটা ১ টেবিল চামচ, কাঠবাদামবাটা ১ টেবিল চামচ, কাজুবাদামবাটা ১ টেবিল চামচ, শাহি জিরাবাটা ১ চা-চামচ,

জিরাবাটা ১ চা-চামচ, সাদা গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, দারুচিনি ৪ টুকরা, ছোট এলাচি ৪টি, বড় এলাচি ২টি, লবঙ্গ ৭-৮টি, তেজপাতা ২টি, টমেটো সস ২ টেবিল চামচ, গরম পানি ১ কাপ, ঘন দুধ আধা কাপ, ঘি ৪ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, আলুবোখারা ৫টি, চিনি ১ চা-চামচ (না দিলেও হবে), লবণ পরিমাণমতো।

এবার বানানেন যেভাবে:

মুরগি কাটা চামচ দিয়ে কেচে টক দই মাখিয়ে নিন। ডানা ও দুই পা সুতা দিয়ে বেঁধে তেল গরম করে পেঁয়াজ ভেজে নিন। সব বাটা মসলা, সাদা গোল মরিচের গুঁড়া, গরমমসলা দিয়ে কয়েকবার কষিয়ে টমেটো সস ও মুরগি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন।

কিছুক্ষণ গরম পানি দেয়ার পর ঢেকে মাঝারি আঁচে রান্না করুন। পানি কমে এলে দুধ ও ঘি দিয়ে অল্প আঁচে রান্না করুন। পরে আলুবোখারা দিন। চাইলে চিনি দিতে পারেন, ঝোল কমে এলে বেরেস্তা ও গরমমসলার গুঁড়া দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করে নামাতে হবে। পাত্রে ঢেলে বেরেস্তা ও পেস্তাবাদামকুচি ছড়িয়ে বসে যেতে পারেন ডাইনিং টেবিলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top