
পিনাকপাণি ভট্টাচার্য।।
মিলেনিয়ামের একেবারে গোড়ার দিকের কথা। তখনও বাংলা বিনোদন জগতে প্রাইভেট বিনোদন চ্যানেলগুলির অতটা রমরমা হয়নি, তখনও শহর-গ্রাম নির্বিশেষে দর্শক নিয়মিত দেখেন দূরদর্শনের বিভিন্ন অনুষ্ঠান। সেই দূরদর্শনেই কিংবদন্তি শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে তৈরি হয়েছিল একটি টেলি-ড্রামা। আর সেখানে নিজ ভূমিকায় অভিনয় করেছিলেন মান্না দে স্বয়ং।
টেলিছবির গল্পটা ছিল এই রকম – মান্না দে-র ভক্ত এক পরিবার মেয়ের বিয়ে দিতে উদ্যোগী। মেয়ের বাবা এতটাই ভক্ত যে বাড়িতে একটি ঘর রয়েছে যা মান্না দে-র ছবি দিয়ে সাজানো। কিংবদন্তি শিল্পীর কোনও জলসা-ই তিনি মিস করেন না। তাই মেয়ের বিয়ের জন্য এমন পরিবারের সন্ধান চলছে যারা একইরকম গুণমুগ্ধ। তেমন পরিবার পাওয়া বেশ কঠিন হয়ে দাঁড়ায়। প্রথম যে পাত্রটি দেখতে আসে মেয়েকে, সে মান্না দে-র নাম শোনেনি বলে তাকে নাকচ করে দেওয়া হয়। শেষমেশ আসে এক পাত্র ও তার বাবা, যারা মান্না দে সম্পর্কে একইরকম উচ্ছ্বসিত। বিয়ের কথা প্রায় পাকা হয়ে যাওয়ার সময়ে দুম করে মেয়ের বাড়ির একজন বলে বসেন যে মান্না দে-কে মেয়ের বাবা ব্যক্তিগতভাবে চেনেন।
এই শুনে পাত্রের বাবা দাবি করে বসেন যে কোনও দেনাপাওনার প্রয়োজন নেই। বিয়েতে যদি কিংবদন্তি শিল্পী নিজে এসে বর-কনেকে আশীর্বাদ করে যান, তবেই এই মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দেবেন তিনি। পাত্র যাতে হাতছাড়া না হয়ে যায়, সেই জন্য পাত্রপক্ষকে বলা হয় যে মান্না দে নিশ্চয়ই আসবেন।
তার পরেই শুরু হয় উদ্বেগ। জানা যায়, মান্না দে তখন বিদেশ সফরে গিয়েছেন এবং কবে ফিরবেন জানা নেই। মেয়ের বাবা অগত্যা সব কথা জানিয়ে একটি চিঠি দিয়ে আসেন ওঁর বাড়িতে।
বিয়ের দিন পাত্রপক্ষ এসে জানতে পারে যে মান্না দে আসবেন না, কারণ তিনি এই পরিবারের সঙ্গে পরিচিতই নন। পাত্রীপক্ষ মিথ্যে বলেছেন, সেই রাগে বিয়ে ভেঙে দিতে চান ছেলের বাবা। এমনকী বরকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। ……
আর তখনই গেটের সামনে এসে দাঁড়ায় মান্না দে-র গাড়ি। পাত্রপক্ষকে শান্ত করেন কিংবদন্তি শিল্পী। সুসম্পন্ন হয় বিয়ে। ফ্রিজ ফ্রেমে ধরা পড়ে শিল্পীর দু’পাশে দাঁড়িয়ে বর-কনে ও দুই পরিবারের মান্না দে ভক্তরা।
বাংলা টেলিজগতে এত সুন্দর ‘ফ্যান ফিকশন’ সৃষ্টি হয়েছে কি না জানা নেই। টেলি ছবিটির নাম ছিল ‘পাগল তোমার জন্য যে’। মান্না দে-র বিখ্যাত গানের কলি থেকেই নামকরণ। পরিচালকের ভূমিকায় ছিলেন সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ। চিত্রনাট্য লিখেছিলেন বাংলা টেলিজগতের স্বনামধন্য় প্রযোজক-পরিচালক স্নেহাশিস চক্রবর্তী l এই প্রসঙ্গে স্মৃতিমেদুর প্রযোজক জানালেন, মান্না দে গানও গেয়েছিলেন ওই টেলিছবিতে। বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছিলেন খরাজ মুখোপাধ্যায়, প্রয়াত বিপ্লবকেতন চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়-সহ বাংলা বিনোদন জগতের বিশিষ্ট অভিনেতারা। আর বরের ভূমিকায় অভিনয় করেছিলেন কৌশিক ভট্টাচার্য।