এইবার ছুটি পেয়ে- কবিতাটি কবি জীবনানন্দ দাশ কখন কীভাবে লিখেছিলেন, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। যতদূর জানাগেছে, এই কবিতাটি অগ্রন্থিত। ধারণা করা হচ্ছে “এইবার ছুটি পেয়ে “কবিতাটি কবি জীবনানন্দ দাশ ১৯৪৬-৪৭ সালের মধ্যে লিখেছিলেন। তখন কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা ছড়িয়ে পড়ায় বরিশালের ঐতিহ্যবাহী বিএম কলেজ থেকে ছুটি নিয়ে কলকাতায় গিয়েছিলেন কবি। সেই ছুটিতে দীর্ঘ দিন কলকাতায় ছিলেন কবি জীবনানন্দ দাশ। এই সময়ের অভিজ্ঞতাই সম্ভবত তাকে “এইবার ছুটি পেয়ে” কবিতাটি লিখতে উৎসাহিত করেছিল।

এইবার ছুটি পেয়ে
এইবার ছুটি পেয়ে
ফিরিবো না পৃথিবীতে আর!
মূর্তি যারা গড়ে শুধু রুপার-সোনার,
তাহাদের হাত থেকে ছাড়া পেয়ে মন
হবে নাকো কোনো কাঠ গাছ ধাতু দাঁত আর হাড়ের মতন!
আমারে পাবে না খুঁজে আর কোনো মায়াবীর মন!
আমারে পাবে না খুঁজে—
আমারে পাবে না খুঁজে যেইখানে বাদুড়ের ডানা নড়ে-চড়ে
কোনো এক গুহার কোটরে
পৃথিবীর’ পরে!
তোমাদের হাত থেকে ছাড়া পেয়ে মন
হবে নাকো কোনো কাঠ গাছ ধাতু দাঁত আর হাড়ের মতন!
আমাদের পাবে না খুঁজে আর কোনো মায়াবীর মন!