১. উদ্দেশ্য ও লক্ষ্য:
বাণী বিতান ডটকম ( banibitan.com) একটি মুক্ত সাহিত্য প্ল্যাটফর্ম, যেখানে ভাষা, সংস্কৃতি, এবং সাহিত্যের সকল শাখাকে উৎসাহিত করা হয়। আমাদের লক্ষ্য পাঠকদের সামনে সৃজনশীল, বুদ্ধিবৃত্তিক এবং চিন্তার উদ্রেককারী সাহিত্য তুলে ধরা।
২. প্রকাশনার নীতিমালা:
লেখক/লেখিকার মূল রচনাগুলিই প্রকাশ করা হবে। প্ল্যাটফর্মে প্রকাশের জন্য পাঠানো লেখা মৌলিক ও অন্য কোথাও অপ্রকাশিত হতে হবে। কোনো ধরনের কপিরাইট আইন লঙ্ঘনকারী বা অন্য কারো সৃজনশীল কর্ম চুরি করা লেখা গ্রহণযোগ্য হবে না। কেউ অন্যের লেখা পাঠিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করলে কখনোই বাণী বিতান ডটকম ( banibitan.com) তার লেখা প্রকাশ করবে না।
৩. বিষয়বস্তু নির্বাচন:
সকল ধরনের সাহিত্য যেমন: কবিতা, গল্প, প্রবন্ধ, সমালোচনা, অনুবাদ, এবং নাটক স্থান পাবে। মানসম্মত এবং পাঠকদের জন্য প্রাসঙ্গিক বিষয়বস্তুকে অগ্রাধিকার দেওয়া হবে। লেখার ভাষা ও উপস্থাপনা সহজবোধ্য এবং সুসংগঠিত হতে হবে।
৪. বৈষম্যহীনতা:
ধর্ম, বর্ণ, লিঙ্গ, বা সামাজিক অবস্থানের ভিত্তিতে কোনো বৈষম্য রাখা হবে না। সব লেখকের প্রতি সম্মান বজায় রাখা এবং স্বাধীন মত প্রকাশের পরিবেশ নিশ্চিত করা হবে।
৫. সামাজিক দায়িত্ববোধ:
কোনো ধরনের বিদ্বেষমূলক বক্তব্য, ধর্মীয় উস্কানি, বা অবৈধ কার্যক্রমকে উৎসাহিত করা হবে না।
পাঠকদের প্রতি সামাজিক ও নৈতিক দায়িত্ববোধ বজায় রাখা হবে।
৬. সম্পাদনার স্বাধীনতা:
সম্পাদকমণ্ডলী লেখার গুণগত মান বজায় রাখতে সম্পাদনার অধিকার রাখে।
লেখকের অনুমতি ছাড়া লেখা সংক্ষেপ বা অর্থ পরিবর্তন করা হবে না।
৭. মতবিরোধ ও অভিযোগ ব্যবস্থাপনা:
কোনো লেখা বা মতামত নিয়ে মতবিরোধ দেখা দিলে সম্পাদকমণ্ডলী সুষ্ঠু ও ন্যায্য সমাধানের জন্য কাজ করবে।
পাঠক বা লেখকদের অভিযোগের দ্রুত সমাধান করা হবে।
৮. কপিরাইট ও স্বত্বাধিকার:
পত্রিকায় প্রকাশিত প্রতিটি রচনার কপিরাইট বানীবিতান ডটকমের থাকবে। বাণী বিতান ডটকম ( banibitan.com) লেখকের অনুমতি ছাড়া কোনো লেখা পুনঃপ্রকাশ করবে না।
৯. প্রযুক্তি ও গোপনীয়তা নীতি:
লেখকের ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে। ডিজিটাল মাধ্যমে প্রকাশিত লেখার সুরক্ষা নিশ্চিত করতে সচেষ্ট থাকবে।