আমাদের সাথে যুক্ত হতে রেজিস্ট্রেশন করুন ।

আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে ২০২৩ সালের ১৭ ফেব্রুয়ারি (banibitan.com) বাণী বিতান ডটকমের যাত্রা। তাই শুদ্ধ চিন্তার মানুষগুলোর মনে জমিয়ে রাখা শব্দগুচ্ছ দিয়ে সাজাতে চাই আমাদের এই আসর। তাদের সাবলীল চিন্তা ও কর্মের শব্দগুচ্ছ দিয়ে আমরা বদলে দিতে চাই ঘুণেধরা সমাজ। অন্ধকার ভেদ করে ছড়াতে চাই আলোর মশাল। শিল্প-সাহিত্য ও সংগীতের সুরের ধারায় ফিরিয়ে আনতে চাই মানবিক মূল্যবোধ, পরমত সহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধা, ইত্যাদি। যেখানে থাকবে না কোনো ধর্ম-বর্ণের বৈষম্য। আমাদের একমাত্র পরিচয় হবে- আমরা বাংলা মায়ের সন্তান। আমরা সবাই সমানে সমান। সেই লক্ষ্য নিয়েই গুটি গুটি পায়ে আমাদের এগিয়ে চলা।

Scroll to Top