বন্ধু!
চিঠি দিও। লিখে দিও তোমার মনের যত কথা। হোক না শব্দ ছিন্ন ভিন্ন, আমরা না হয় সাজিয়েই নিব। হাতে লিখেই পাঠিও তোমার চিঠিখানা। নিচের ঠিকানায়। কারণ হাতের লেখা চিঠিতে প্রাণ থাকে। তোমার অদ্ভুত মমতার স্পর্শ থাকে। ঠোটের কোণে কলম নিয়ে ভাবনার ছাপ থাকে। ভালোবাসার স্মৃতি থাকে। বেদনার রঙ থাকে।
চলো না বন্ধু,
মোবাইল ফোনটা আজকে না হয় খানিকটা দূরেই থাক। আজকের দিনটা না হয় একটু অন্যরকম ভাবেই কাটুক। একটা সুন্দর চিন্তায়। সুন্দর কর্মে। তোমার এই উদ্যোগ একদিন ছড়িয়ে পড়ুক সবার মধ্যে। স্বার্থ-লোভের ঊর্ধ্বে উঠে আবার আমরা বন্ধুত্বের বন্ধনে মিলিত হই। স্বপ্ন দেখি এক মানবিক সমাজ গঠনের।