আমাদের সম্পর্কে

 

আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে ২০২৩ সালের ১৭ ফেব্রুয়ারি (banibitan.com) বাণী বিতান ডটকমের যাত্রা। তাই শুদ্ধ চিন্তার মানুষগুলোর মনে জমিয়ে রাখা শব্দগুচ্ছ দিয়ে সাজাতে চাই আমাদের এই আসর। তাদের সাবলীল চিন্তা ও কর্মের শব্দগুচ্ছ দিয়ে আমরা বদলে দিতে চাই ঘুণেধরা সমাজ। অন্ধকার ভেদ করে ছড়াতে চাই আলোর মশাল। শিল্প-সাহিত্য ও সংগীতের সুরের ধারায় ফিরিয়ে আনতে চাই মানবিক মূল্যবোধ, পরমত সহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধা, ইত্যাদি। যেখানে থাকবে না কোনো ধর্ম-বর্ণের বৈষম্য। আমাদের একমাত্র পরিচয় হবে- আমরা বাংলা মায়ের সন্তান। আমরা সবাই সমানে সমান। সেই লক্ষ্য নিয়েই গুটি গুটি পায়ে আমাদের এগিয়ে চলা।

জানি, আমাদের এই পথ কিছুতেই সহজ নয়। বরং অনেক বন্ধুর। কিন্তু অসম্ভব তো নয়। আমরা ভাবি- ভালোর শুরু হোক না আজ, আমরা গড়বো এই সমাজ।

আমরা বিশ্বাস করি, সুস্থধারার সব মানুষের চিন্তা ও কর্মে একদিন সবাই মিলে গন্তব্যে পৌঁছাবো। গলা ছেড়ে গাইবো- আমার প্রাণের পড়ে চলে গেল কে.., বসন্তের বাতাসটুকুর মতো…! সেই অসম্ভবকে জয়ের লক্ষ্যেই নেমেছি। এবার যেতে হবে বহুদূর..।

প্রিয় বন্ধু! তুমি কি মুক্ত আকাশের কথা ভাবো? ভাবো কি এই জীর্ণ সমাজে অবহেলিত মানুষগুলোর কথা? চাও কি তুমি তাদের মুকি?

তবে যাবে তুমি আমাদের সঙ্গে? হবে তুমি আমাদের সহযাত্রী? গাইবে গলা ছেড়ে মুক্তির গান?

তবে আজই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। লেখা পাঠাও। জানাও তোমার আকাশ ছোঁয়ার ভাবনার কথা।  আমরা তোমারই প্রতীক্ষায়…..!

 

                              If you want to know me

 

The journey of banibitan.com on February 17, 2023 with the dream of touching the sky. Therefore, we want to decorate this event with the phrases that are kept in the minds of pure thinking people. With their eloquent thoughts and words of action, we want to change the dysfunctional society. I want to spread the torch of light through the darkness.

We want to bring back human values, absolute tolerance, mutual respect, etc. in the music of art, literature and music. Where there will be no discrimination of caste and religion. Our only identity will be – we are children of Bengali mother. We are all equal. It is with that goal that we move forward step by step.

I know, our path is not easy at all. Rather many ups and down. But it is not impossible. We think – let the good start today, we will build this society.

We believe that one day we will all reach the destination with the thoughts and actions of all healthy people. I will sing out of my throat – who has fallen from my soul.., like the spring wind…! I am aiming to win the impossible. Now we have to go far…

Dear friend! Do you think of free sky? Think about the neglected people in this worn out society? Do you want them freed?

so will you go with us? Will you be our companion? Sing the song of release from the throat?

But go to the website and register today. send text Tell us about your idea of ​​touching the sky. We are waiting for you…..!

Scroll to Top